দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দু‘আ-২
۞ اَللّٰهُ ، اَللّٰهُ رَبِّيْ لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا
উচ্চারণঃআল্লাহু, আল্লাহু রাব্বী, লা-উশরিকু বিহী শাইআন।
আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরীক করি না।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৫২৫
হযরত আসমা বিনতে উমায়েস (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা (ﷺ) আমাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না, যা তুমি বিপদাপদের সময় পাঠ করতে পার? অতঃপর তিনি উপরোক্ত দু‘আ বললেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে