গাধার ডাক শুনলে পড়বে
۞ أَعُوْذُ بِا للہِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আ’ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম।
আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ চাইবে। কেননা সে ফিরিশতা দেখেছে। আর যখন তোমরা গাধার বিকট আওয়াজ শুনতে পাবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে। কেননা সে শয়তান দেখেছে।
সহীহ মুসলিম, হাদীস নং: ২৭২৯; সহীহ বুখারী, হাদীস নং: ৩৩০৩
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে