দু'আ

কারো থেকে অত্যাচারের আশঙ্কা হলে পড়বে

সকল দু'আ একত্রে দেখুন

কারো থেকে অত্যাচারের আশঙ্কা হলে পড়বে

share dua

۞ اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাজ‘আলুকা ফী নুহূরিহিম, ওয়া না‘ঊযুবিকা মিন শুরূরিহিম।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনাকে এদের মুকাবেলায় (নিজের) ঢাল বানিয়েছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি।

উৎসঃ আস্ সুনানুল কুবরা, নাসায়ী, হাদীস নং: ১০৪৩৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৫৩৭

উপকারিতাঃ

উৎসঃ null