ক্রোধ দমনের জন্যে এই দু‘আ পড়বে
۞ اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণঃআ‘ঊযুবিল্লাহি মিনাশ শাইতানির রজীম।
আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
সহীহ বুখারী, হাদীস নং: ৬০৪৮; সহীহ মুসলিম, হাদীস নং: ২৬১০; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫২
হযরত মুআয ইবনে জাবাল (রাযি) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (ﷺ) এর সম্মুখে দুই ব্যক্তি পরস্পর গালিগালাজ করছিল। এমনকি একজনের চেহারায় ত্রেুাধের আভাস ফুঠে উঠে। তখন নবী (ﷺ) বললেন, আমি এমন একটা কালিমা জানি যদি সে পাঠ করে তবে তার ত্রেুাধ প্রশমিত হয়ে যাবে ।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে