কারো মুসিবত দেখলে নীরবে এই দু‘আ পড়বে
۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهٖ وَفَضَّلَنِيْ عَلٰی كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
আলহামদু লিল্লাহিল্লাযী ‘আাফানী মিম্মাবতালাকা বিহি ওয়া ফাযযালানী ‘আলা কাসীরিম মিম্মান খলাক্বা তাফযীলা।
সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য যিনি আমাকে সেই অবস্থা থেকে রক্ষা করেছেন যাতে তোমাকে আক্রান্ত করেছেন এবং তিনি আমাকে তার অনেক মাখলূকের উপর সম্মান দান করেছেন।
হযরত উমর (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন বিপদগ্রস্থকে দেখে এই দু‘আ পড়ে নেয়, উক্ত দু‘আ পাঠকারী সারাজীবন সেই বিপদ থেকে নিরাপদ থাকবে, চাই সে বিপদ যেমন-ই হোক না কেন। ফায়দা হযরত জাফর (রাযি) বলেন, এই দু‘আ মনে মনে পড়বে বিপদগ্রস্থ ব্যক্তিকে শুনিয়ে পড়বে না। ( সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৩১)
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৩১,৩৪৩২; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৯২
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে