গুরুদায়িত্ব থেকে মুক্তির দু‘আ
۞ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ وَاعۡفُ عَنَّا، وَاغۡفِرۡ لَنَا، وَارۡحَمۡنَا، أَنْتَ مَوۡلَىٰنَا فَانْصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡكٰفِرِيْنَ
হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন কর। আমাদের ক্ষমা কর। আমাদের প্রতি রহমত নাযিল কর। তুমি আমাদের অভিভাবক। কাফিরদের বিপরীতে তুমি আমাদের সাহায্য কর।
সূরা বাকারা, আয়াত নং: ২৮৬
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে