দুঃসংবাদ শুনলে এই দু‘আ পড়বে
۞ إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তাঁর নিকট প্রত্যাবর্তনকারী।
হযরত আবূ মুসা আশআরী (রাযি) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন কারো শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ তা'আলা ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দার সন্তানকে নিয়ে এসেছো? তারা আরয করেন, জি হ্যাঁ। আল্লাহ তা‘আলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা তখন কি বলেছে? তারা আরয করেন, আপনার প্রশংসা করেছে এবং إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ পড়েছে। আল্লাহ তা’আলা ফেরেশতাদের হুকুম করেন, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরী কর এবং উহার নাম ‘বাইতুল হামদ’ )অর্থাৎ প্রশংসার ঘর( রাখ। আমল হযরত আবূ সালামাহ্ (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো উপর কোন বিপদ এলে অবশ্যই সে যেন উক্ত দু‘আ পাঠ করে। (সূরা বাকারা, আয়াত: ১৫৬; সহীহ মুসলিম, হাদীস নং: ৯১৮)
সুনানে তিরমিযী, হাদীস নং: ১০২১
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে