ভীত অবস্থায় বলবে
۞ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
লা ইলা-হা ইল্লাল্লা-হু
আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।
হযরত উম্মে হাবীবা বিনতে আবূ সুফিয়ান (রাযি) সূত্রে নবী (ﷺ) এর স্ত্রী যায়নাব বিনতে জাহাশ (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হলেন। তখন তাঁর চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গিয়েছিল। তিনি বলছিলেনঃ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ নিকট ভবিষ্যতে সংঘটিত দুর্যোগে আরবরা ধ্বংস হয়ে যাবে। আজ ইয়া’জূজ-মা’জূজের প্রাচীর এতটুকু পরিমাণ খুলে গেছে। এ সময় তিনি তাঁর বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলির দ্বারা চক্র বানালেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে নেক লোক থাকা অবস্থায়ও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেশী হবে।
সহীহ মুসলিম, হাদীস নং: ২৮৮০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে