ধর্ষণে উদ্যত ব্যক্তির শিকার বিপন্ন নারীর দু‘আ
۞ اَللّٰهُمَّ إِنْ كُنْتُ اٰمَنْتُ بِكَ وَبِرَسُوْ لِكَ فَلاَ تُسَلِّطْ عَلَىَّ الْكَافِرَ
আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, ওয়া বিরাসূলিকা, ফালা তুসাল্লিত্ব আলাইয়্যাল কাফির।
হে আল্লাহ, আমি যদি আপনার উপর ও আপনার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে থাকি, তাহলে এই কাফিরকে আমার উপর চাপিয়ে দিবেন না।
নবী ইবরাহীম আলাইহিস সালাম এর পত্নী সারাহ, আলাইহাস সালাম, বিপদাপন্ন অবস্থায় উযূ করে সালাত আদায় করে এই দু‘আ পড়লে আল্লাহ তা’আলা তাঁর দু‘আ কবূল করেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৬৯৫০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে