কেউ বরকতের দু‘আ করলে বলবে
۞ وَفِيْكَ بَارَكَ اللهُ
ওয়াফীকা বারাকাল্লাহু
আপনাকেও আল্লাহ বরকত দান করুক।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি তোমাদের সাথে সদ্ব্যবহার করে, তোমরা বিনিময় দাও। যদি বিনিময় দেওয়ার সামর্থ্য না থাকে তবে তার জন্য দু‘আ করতে থাক; যাতে তোমরা অনুধাবন করতে পার যে, তোমরা তাদের বিনিময় দান করেছ।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৬৭২১৬৭২,; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ২৭৮
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে