আযানের শেষে পড়ার দু‘আ
۞ اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّآمَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ اٰتِ مُحَمَّدَنِ الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدَنِ الَّذِيْ وَعَدْتَّهٗ. اِنَّكَ لَاۤ تُخْلِفُ الْمِيْعَادَ
আল্লাহুম্মা রাব্বাহা-যিহিদ্ দা’ওয়াতিত্তাম্মাহ্, ওয়াস্ সালাতিল ক্বা-ইমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদ্বি-লাহ, ওয়াব’আছহু মাক্বামাম্ মাহ্মু-দানিল্লাযি ওয়া ’আত্তাহ, ইন্নাকা লা-তুখ্লিফুল মিয়াদ্।
হে আল্লাহ! (তুমি) এ পরিপূর্ণ আহ্বানের এবং চিরস্থায়ী নামাযের প্রভু। তুমি মুহাম্মদ (ﷺ)-কে নৈকট্যের উসিলা, মহত্ত্ব এবং সর্বাপেক্ষা প্রশংসিত স্থানে (অর্থাৎ মাকামে মাহমুদে) আবির্ভূত করো, যার ওয়াদা তুমি তাঁকে দিয়েছো। নিশ্চয়ই তুমি কখনো ওয়াদা ভঙ্গ করো না।
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযি) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দু‘আ পড়বে কেয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হবে।
সহীহ বুখারী, হাদীস নং: ৬১৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে