যে ব্যক্তি বলবে,আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি তার জন্য দু‘আ
۞ أَحَبَّكَ الَّذِيْ أَحْبَبْتَنِيْ لَهٗ
আহাব্বাকাল্লাযী আহবাবতানী লাহু
যাঁর (আল্লাহর) জন্য আপনি আমাকে ভালোবেসেছেন, তিনি আপনাকে ভালোবাসুন!
হযরত আনাস ইবনে মালিক (রাযি) সূত্রে বর্ণিত, এক লোক নবী (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলেন। এ সময় অন্য এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল। লোকটি বললো, হে আল্লাহর রাসূল! আমি অবশ্যই এই ব্যক্তিকে ভালোবাসি। নবী (ﷺ) তাকে বললেন, তুমি কি তাকে তোমার ভালোবাসার কথা জানিয়েছো? সে বললো, না। তিনি (ﷺ) বললেন, তুমি তাকে জানিয়ে দাও। বর্ণনাকারী বলেন, সুতরাং সে ঐ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে বললো, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সে বললো, যাঁর উদ্দেশ্যে আপনি আমাকে ভালোবাসেন তিনিও আপনাকে ভালোবাসুন।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫১২৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে