দু'আ

মজলিসের কাফফারার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

মজলিসের কাফফারার দু‘আ


۞ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

উচ্চারণঃ

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা-ইলাহা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা।

অর্থঃ

হে আল্লাহ! আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা ব্যক্ত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া অন্য কোন মা‘বুদ নেই, আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকেই ধাবিত হচ্ছি।

উপকারিতাঃ

হযরত জুবায়ের ইবনে মুতইম (রাযি) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন যিকিরের মজলিসের শেষে এই দু‘আ পড়ল। উক্ত মজলিস আল্লাহ তা’আলার নিকট কবূল হয়ে যায় এবং এর সওয়াব আল্লাহ তা‘আলার নিকট রক্ষিত হয়ে যায়। যদি এমন মজলিসে পড়া হয় যেখানে অযথা কথাবার্তা বলা হয়েছে তবে এই দু‘আ উক্ত মজলিসের কাফফারা হয়ে যায়। তাছাড়া এই দু‘আ সেই জিকিরের মজলিসের জন্য এমন, যেমন (গুরুত্বপূর্ন কাগজপত্রের উপর) মোহর লাগিয়ে দেওয়া হয়।

উচ্চারণঃ

আত্-তারগীব ওয়াত্-তারহীব, হাদীস নং: ২৩৪৬