মজলিস থেকে উঠার সময় পড়বে
۞ رَبِّ اغْفِرْ لِيْ، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الغَفُوْرُ
রব্বিগফির লী ওয়াতুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত্ তাউওয়া-বুল গাফূর।
হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবূল করুন; নিশ্চয় আপনিই তওবা কবূলকারী ক্ষমাশীল।
হযরত ইবনে উমর (রাযি) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, প্রতিটি মাজলিসে হিসাব করে দেখা গেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মাজলিস থেকে উঠে যাওয়ার আগে এক শতবার বলতেন, “হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও এবং আমার তাওবা গ্রহণ কর। কারণ তুমিই তওবা কবূলকারী, ক্ষমাকারী”।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৩৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে