কাউকে বিদায় দেয়ার সময় পড়বে
۞ اَسْتَوْدِعُ اللهَ دِيْنَكُمْ وَاَمَانَتَكُمْ وَخَوَاتِيْمَ اَعْمَالِكُمْ
আস্তাউদি‘উল্লাহা দ্বীনাকুম, ওয়া আমানাতাকুম ওয়া খওয়াতীমা আ’মালিকুম।
তোমাদের দ্বীন ও ঈমানকে এবং তোমাদের আমানতদারীকে এবং তোমাদের ঈমানের উপর মৃত্যু আল্লাহ তা’আলার হাতে সোপর্দ করছি।
হযরত ইবনে উমর (রাযি.) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (ﷺ) কোন ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষণ না নিজে নবী (ﷺ) এর হাত ছাড়ত ততক্ষণ তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি দু‘আটি পড়তেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৪২; সুনানে আবূ দাউদ, ১: ৩৫০; মুসতাদরাকে হাকীম ২: ৯৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে