এরপর হাঁচিদাতা বলবে
۞ يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
ইয়াহ্ দিকুমুল্লহু ওইয়ুছ লিহু বালাকুম
আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। এবং আপনার অবস্থা ভালো করে দিন।
হযরত আবু হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয়, তখন সে যেন ″আলহামদুলিল্লাহ″ বলে। আর তার শ্রোতা যেন এর জবাবে ″ইয়ারহামুকাল্লাহ″ বলে। আর যখন সে ″ইয়ারহামুকাল্লাহ″ বলবে, তখন হাঁচিদাতা তাকে বলবেঃ ″ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম″।
সহীহ বুখারী, হাদীস নং: ৬২২৪; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৭৩৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে