যে ব্যক্তি হাঁচি শুনবে সে বলবে
۞ يَرْحَمُكَ اللهُ
ইয়ার হামুকাল্লাহ
আল্লাহ আপনার প্রতি দয়া করুন।
হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, নবী (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা (বান্দার) হাঁচি পসন্দ করেন ও হাই তোলা অপসন্দ করেন। তোমাদের কেউ যখন হাঁচি দেয় এবং আল্লাহর প্রশংসা করে, তখন যে তা শুনতে পায় এমন প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য ইয়ারহামুকাল্লাহ বলা।
রিয়াযুস সালিহীন, হাদীস নং: ৮৭৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে