হাই আসলে পড়বে
۞ لَاحَوْلَ وَلَاقُوَّةَ اِلَّابِاللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ
লা-হাওলা ওয়ালা-কুওয়্যাতা ইল্লা-বিল্লা-হিল্ আলিয়্যিল্ আযীম।
কোন শক্তি নেই। কোন সামর্থ্য নেই একমাত্র মহান আল্লাহ ছাড়া।
হযরত আবূ হুরায়রা (রাযি) নবী (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা বান্দার হাঁচি পছন্দ করেন ও হাই তোলা অপছন্দ করেন। তোমাদের কেউ যখন হাঁচি দেয় এবং আল্লাহর প্রশংসা করে, তখন তা শুনতে পায় এমন প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য ইয়ারহামুকাল্লাহ বলা। হাই তোলা সম্পর্কে কথা হল এটা শয়তানের পক্ষ থেকে হয়। তোমাদের কারও যখন হাই আসে, তখন যথাসম্ভব তা ফেরানোর চেষ্টা করবে। কেননা কেউ যখন হাই তোলে, তখন শয়তান তাকে নিয়ে হাসে। নোট: বিভিন্ন হাদীসে দু‘আটির ফযীলতের আলোচনা এসেছে। তবে স্বতন্ত্রভাবে হাই আসলে এই দু‘আ পড়তে হবে এমন কথা কুরআন ও হাদীসের কোথাও খুঁজে পাওয়া যায় না। যেহেতু হাই শয়তানের পক্ষ থেকে আসে এবং দু‘আটির মাধ্যমেও আল্লাহর কাছে পানাহ/আশ্রয় চাওয়া হয়, সেজন্য হাই আসলে উক্ত দু‘আ সুন্নাহ/জরুরী মনে না করে পড়া যেতে পারে।
সহীহ বুখারী, হাদীস নং: ৬২২৩; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৭৪৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে