মুসাফাহা করার দু‘আ
۞ يَغْفِرُ اللهُ لَنَا وَ لَكُمْ
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
আল্লাহ তা’আলা আমাদেরকেও ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন।
সুনানে আবূ দাঊদ, হাদীস নং: ৫২১১; আউনুল মা’বুদ (শামসুল হক আজিমাবাদী), ১৪: ৮১
হযরত কাতাদা (রাযি) থেকে বর্ণিত, আমি আনাস (রাযি) কে জিজ্ঞাসা করলাম, নবী (ﷺ) এর সাহাবীগণের মধ্যে কি মুসাফাহা করার রেওয়ায ছিল? তিনি বললেন, হ্যা। হাদীসে মুসাফাহা করার সময় মুসাফাহাকারীদের পরস্পরের জন্য মাগফিরাত তলবের কথা এসেছে। বারা ইবনে আযিব (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, দুই মুসলিমের যখন সাক্ষাত হয় আর তারা পরস্পর মুসাফাহা করে তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ্ তা’আলা তাদের (গুনাহ) মাফ করে দেন। হাদীসে বর্ণিত ইস্তিগফার কীভাবে করতে হবে, তার ব্যাখ্যায় হাদীসবিশারদগন يَغْفِرُ اللهُ لَنَا وَ لَكُمْ (ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম) এর কথা বলেছেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৫৮২৯; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৭২৭; আবূ দাঊদ, হাদীস: ৫২১১; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৭০৩ সুনানে তিরমিযী, হাদীস নং: ২৭২৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫১২১ আউনুল মা’বুদ (শামসুল হক আজিমাবাদী) ১৪: ৮১
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে