অমুসলিমের সালামের জবাবে যা বলবে
সকল দু'আ একত্রে দেখুন
۞ وَعَلَيْكُمْ
ওয়া ‘আলাইকুম
তোমাদের উপরও
হযরত আনাস ইবনে মালিক (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আহলে কিতাবের কেউ তোমাদের সালাম করলে তোমরা (শুধু এতটুকু) বলবে, ‘ওয়া আলাইকুম” (তোমাদের প্রতিও)।
সহীহ মুসলিম, হাদীস নং: ২১৬৩, ৫৪৬৭
এ সম্পর্কিত আরও দু’আ...
38টি বিষয় পাওয়া গেছে