সালামের উত্তরে বলবে
۞ وَعَلَيْكُمُ السَّلَامُ وَ رَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
ওয়া আলাইকুমুস্ সালাম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এবং আপনার উপরেও শান্তি ও আল্লাহ পাকের রহমত ও বরকত বর্ষিত হোক।
হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি মসজিদে নববীতে এসে প্রবেশ করল। পরে এসে তাঁকে সালাম করল। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: ওয়া আলায়কা (তোমার উপরও শান্তি বর্ষিত হোক)। (সুনানে তিরমিযী, হাদীস নং: ২৬৯২; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ২৩৫) ফযীলত: একদা একব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলেঃ আসসালামু আলাইকুম। নবী (ﷺ) তার সালামের জবাব দিলে সে ব্যক্তি বসে পড়ে। তখন নবী (ﷺ) বলেন, সে দশটি নেকী পেয়েছে। এরপর এক ব্যক্তি এসে বলেঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি তার সালামের জবাব দিলে সে ব্যক্তি বসে পড়ে। তখন নবী (ﷺ) বলেনঃ সে বিশটি নেকী পেয়েছে। এরপর এক ব্যক্তি এসে বলেঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। নবী (ﷺ) তার সালামের জবাব দিলে সে বসে পড়ে। তখন তিনি বলেনঃ সে ত্রিশটি নেকী পেয়েছে।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫১৯৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে