কোনো মুসলমানের সাথে সাক্ষাত হলে বলবে
۞ اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهٗ
আসসালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার উপর শান্তি ও আল্লাহ পাকের রহমত ও বরকত বর্ষিত হোক।
হযরত ইমরান ইবনে হুসাইন (রাযি) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। নবী (ﷺ) বললেন, দশ (নেকী)। অতপর অন্য এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। নবী (ﷺ) বললেন, বিশ (নেকী)। তারপর আরেক ব্যক্তি এসে, বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী (ﷺ) বললেন, ত্রিশ (নেকী)।
সুনানে তিরমিযী, হাদীস নং: ২৬৮৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে