আয়না দেখার দু‘আ
۞ اَلْحَمْدُ لِلّٰهِ اَللّٰهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِيْ فَحَسِّنْ خُلُقِيْ
আলহামদু লিল্লাহি, আল্লাহুম্মা কামা হাসসানতা খলক্বী ফাহাসসিন খুলুক্বী।
সকল প্রশংসা আল্লাহর, হে আল্লাহ্! আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদ্রূপ আমার স্বভাব-চরিত্রকেও সুন্দর করে দিন।
মহানবী (ﷺ) যখন আয়না দেখতেন, এই দু‘আ পড়তেন।
আখলাকুন্নবী, হাদীস নং: ৫২৭; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ১৩৮
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে