কাউকে নতুন পোশাক পরিধান করতে দেখলে-১
۞ تُبْلِيْ وَيُخْلِفُ اللهُ تَعَالٰى
তুবলি ওয়া ইয়ুখলিফুল্লাহু তা‘আলা।
এই পোশাক তোমার দেহেই পুরাতন ও জীর্ণ হয়ে যাক এবং মহান আল্লাহ এর পরিবর্তে অন্য পোশাক তোমাকে দান করুন।
আবূ নাযরাহ মুনযির ইবনে মালিক নামক তাবিঈ বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণের মধ্যে রীতি ছিল যে, তাঁদের মধ্যে থেকে কেউ নতুন পোশাক পরিধান করলে (তার শুভকামনা করে) বলা হত, এই পোশাক তোমার দেহেই পুরাতন ও জীর্ণ হয়ে যাক এবং মহান আল্লাহ এর পরিবর্তে অন্য পোশাক তোমাকে দান করুন। বি:দ্র: দীর্ঘ হায়াতের উদ্দেশ্য করে এই দু‘আ করা।
সুনানে আবূ দাঊদ, হাদীস নং: ৪০২০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে