কাপড় পরিধানের দু‘আ
۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِىْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ
আলহামদু লিল্লা হিল্লাযী কাসানী হাযাস ছাউবা ওয়া রযাক্বনীহি মিন গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুউওয়াহ।
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোষাক পরিধান করিয়েছেন এবং আমার চেষ্টা ও সামর্থ্য ছাড়া আমাকে তা নসীব করিয়েছেন।
হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাপড় পরিধান করে এই দু‘আ পড়ল, তার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ হয়ে যায়। ফায়দা ভবিষ্যতের গুনাহ মাফ হয়ে যাওয়ার অর্থ এই যে, আগামীতে আল্লাহ তা‘আলা এই বান্দাকে গুনাহ থেকে হিফাযত করবেন। (বযলুল মাজহুদ, ১২: ৫৩)
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৪০২৩
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে