নতুন কাপড় পরিধানের দু‘আ-১
۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِىْ مَا اُوَارِيْ بِهٖ عَوْرَتِـيْ وَاَتَجَمَّلُ بِهٖ فِيْ حَيَاتِيْ
আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী মা উওয়ারী বিহী ‘আউরতী ওয়া আতা জামমালু বিহী ফী হায়াতী।
সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য যিনি আমাকে কাপড় পরিধান করিয়েছেন, এই কাপড় দিয়ে আমি আমার সতর ঢাকি এবং তা দিয়ে আমি আমার জিন্দেগিতে সাজসজ্জা হাসিল করি।
হযরত উমর (রাযি) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এই ইরশাদ করতে শুনেছি যে, যে ব্যক্তি কোন নতুন কাপড় পরিধান করে এই দু‘আ পড়ে, অতঃপর পুরাতন কাপড় সদকা করে দেয় সে জীবনে ও মরণের পরে সর্বাবস্থায় আল্লাহ তা‘আলার হিফাযত ও নিরাপত্তায় থাকবে এবং তার গুনাহের উপর আল্লাহ তা‘আলা পর্দা ফেলে রাখবেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৬০; মুস্তাদরাকে হাকীম: ৪/১৯২; মুসনাদে আহমাদ: ১/৪৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে