সহবাসের পূর্বে এই দু‘আ পড়বে
۞ بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণঃবিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বনা ওয়া জান্নিবিশ শাইত্বনা মা রযাক্বতানা।
আল্লাহর নামে (সহবাস) আরম্ভ করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান হতে রক্ষা করুন।
হযরত ইবনে আব্বাস (রাযি) বলেন, নবী কারীম (ﷺ) ইরশাদ করেছেন, যখন কেউ নিজ স্ত্রীর নিকট আসে এবং উক্ত দু‘আ পড়ে, অতঃপর ঐ সময়ের সহবাসে যদি তাদের সন্তান হয়, তবে শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারবে না। অর্থাৎ শয়তান ঐ বাচ্চার ক্ষেত্রে গোমরাহ করার ব্যাপারে কখনও কামিয়াব হতে পারবে না।
সহীহ বুখারী, হাদীস নং: ১৪১, সহীহ মুসলিম, হাদীস নং: ১৪৩৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে