উযূর পর পড়ার দু‘আ-২

۞ اَللّٰهُمَّ اغْفِرْ لِي ْ ذَنْبِيْ وَوَسِّعْ لِـيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ
উচ্চারণঃ আল্লহুম্মাগফিরলি- যাম্বি- ওয়া ওয়াসসি’লি ফি দা-রি ওয়া বা-রিকলি ফি রিযকি।
অর্থঃ হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন। আমার ঘর প্রশস্ত করে দিন। আমার রিযিক বৃদ্ধি করে দিন।
উপকারিতাঃ
নবীজী উযূর পরে কখনো বা নামাযের পরে এই দু‘আও পড়তেন।
উৎসঃ সুনানে কুবরা, নাসায়ী, হাদীস নং: ৯৯০৮; ৯৮২৮; তাবারানী, হাদীস নং: ১০১৯, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং: ২৯৩৯১