নব দম্পত্তিকে এই বলে দু‘আ দিবে
۞ بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِىْ خَيْرٍ
উচ্চারণঃবারকাল্লাহু লাকা ওয়া বারাকা ‘আলাইকা ওয়া জামা‘আ বাইনাকুমা ফী খইর।
আল্লাহ তা‘আলা তোমাকে বরকতপূর্ণ করুন এবং তোমার উপর বরকত অবতীর্ণ করুন এবং তোমাদের উভয়কে মঙ্গলময় সম্পর্ক দান করুন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ১০৯১; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ২১৩০
হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, কেউ বিবাহ করলে রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকে বিবাহের শুভেচ্ছা–অভিনন্দন জানাতেন তখন তিনি উপরোক্ত দু‘আ বলতেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে