সফরকারীদের জন্য বাসিন্দাদের দু‘আ-২
۞ زَوَّدَكَ اللهُ التَّقْوَى ، وَغَفَرَ ذَنْبَكَ ، وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
যাউওয়াদাকাল্লা-হুত্ তাক্বওয়া, ওয়াগাফারা যামবাকা, ওয়া ইয়াসসারা লাকাল খাইরা হাইসুমা কুন্ত্।
আল্লাহ তোমাকে তাকওয়া (সংযমশীলতার-পাথেয়) প্রদান করুন, তোমার গোনাহ মাফ করে দিন, তুমি যেখানেই থাক, আল্লাহ যেন তোমার জন্য কল্যাণ সহজ করে দেন।
হযরত আনাস (রাযি) হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবী (ﷺ) এর নিকট এসে নিবেদন জানাল, হে আল্লাহর রাসূল! আমি সফরে যাব, সুতরাং আমাকে পাথেয় দিন। তিনি উত্তরে এই দু‘আ দিলেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৪৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে