সফর থেকে প্রত্যাবর্তনের দু‘আ
۞ اٰئِـبُوْنَ تَائِبُوْنَ عَا بِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ
উচ্চারণঃআাইবূনা তাইবূনা লিরব্বিনা হামিদূন।
আমরা এখন সফর হতে প্রত্যাবর্তন করছি। (নিজেদের গুনাহ হতে) তওবা করছি, (আল্লাহ পাকের) ইবাদতের ইরাদা করছি এবং আমাদের প্রতিপালকের প্রশংসা করছি।
সহীহ বুখারী, হাদীস নং: ১৭৯৭; মুসনাদে আহমদ, হাদীস নং: ২১৯৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে