সূরা কাফিরুন, নাসর, ইখলাস, ফালাক্ব, ও নাস এর আমল
উপকারিতাঃউচ্চারণঃ
হযরত জুবায়ের ইবনে মুতঈম (রাযি) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে জুবায়ের! তুমি কি এটা পছন্দ কর যে, যখন তুমি সফরে যাও তখন তোমার অবস্থা তোমার সকল সঙ্গীগন অপেক্ষা উত্তম ও তোমার পাথেয় সর্বাপেক্ষা বেশি হয়? আমি বলিলাম, জি হ্যাঁ। আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এই পাঁচটি সূরা পাঠ করিও। হযরত জুবায়ের (রাযি) বলেন, আমি ধনী হওয়া সত্ত্বেও পূর্বে যখন সফরে যেতাম তখন আমার অবস্থা সর্বাপেক্ষা ভগ্নাবস্থা এবং আমার পাথেয় সর্বাপেক্ষা কম হত। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) যখন আমাকে এই সূরাগুলি শিক্ষা দিলেন তখন থেকে আমি এটা পড়তে আরম্ভ করলাম, আর এর কারণে বাড়ি ফিরা পর্যন্ত সম্পূর্ন সফরে আমার অবস্থা সর্বাপেক্ষা উত্তম হতে লাগল এবং আমার পাথেয় সর্বাপেক্ষা বেশি হতে লাগল।
হায়াতুস সাহাবা, পঞ্চম খন্ড, পৃষ্টা নং: ৫০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে