দু'আ

সফরকালীন পড়ার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

সফরকালীন পড়ার দু‘আ

share dua

۞ سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللهِ وَحُسْنِ بَلَائِهٖ عَلَيْنَا ۞ رَبَّـنَا صَاحِبْنَا وَأَفْضِلْ عَلَيْنَا عَائِذًا بِاللهِ مِنَ النَّارِ

উচ্চারণঃ ছামিয়া ছামিয়ুন বিহামদিল্লা-হি ওয়া হুসনি বা-লাইহি আলাইনা রব্বানা ছাহিবনা ওয়া আফদিল আলাইনা আ-ইযান বিল্লাহি মিনান্নার।

অর্থঃ শ্রোতা শ্রবণ করুন আল্লাহর প্রশংসা আমাদের জন্য তার উত্তম দান বখশিশ, কল্যাণ বয়ে এনেছে। হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের সঙ্গী হন। আমাদের উপর ফযল ও করম করুন। আল্লাহর কাছে আশ্রয় চাই জাহান্নাম থেকে।

উৎসঃ null

উপকারিতাঃ

হযরত আবু হুরায়রা (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ যখন সফরে থাকতেন, তখন দু‘আ পাঠ করতেন।

উৎসঃ সহীহ মুসলিম, হাদীস নং: ২৭১৮; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫০৮৬


এ সম্পর্কিত আরও দু’আ...