সফর অবস্থায় কোন গ্রাম বা মহল্লায় প্রবেশকালের দু‘আ
۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهَا অতঃপর- ۞ اَللّٰهُمَّ ارْزُقْنَا جَنَاهَا وَحَبِّبْنَا اِلٰی اَهْلِهَا وَحَبِّبْ صَالِحِىْ اَهْلِهَا اِلَيْنَا
আল্লাহুম্মা বারিক লানা ফী হা। (এরপর পড়বে) - আল্লাহুম্মার যুক্বনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহী আহলিহা ইলাইনা।
হে আল্লাহ! আপনি আমাদের জন্য এ এলাকার (কল্যাণ) দান করুন এবং তাদের অন্তরে আমাদের প্রতি মহব্বত সৃষ্টি করে দিন এবং এর নেককার অধিবাসীদের প্রতি আমাদের অন্তরে মহব্বত দান করুন।
মা'আরিফুল হাদীস, হাদীস নং: ১২১৮; ত্ববারানী আউসাত, হাদীস নং: ৪৭৫৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে