উপরে ওঠার সময় পড়বে
۞ اَللّٰهُ اَكْبَرْ
উচ্চারণঃআল্লাহু আকবার।
আল্লাহ সবচেয়ে বড়।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ্ (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সাথে সফর করতাম। আমরা যখন উপরে আরোহণ করতাম তখন اَللّٰهُ اَكْبَرْ আর যখন নীচে অবতরণ করতাম তখন سُبْحَانَ اللّٰهِ বলতাম।
মুসনাদে আহমাদ, হাদীস নং: ১৪০৪২
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে