দু'আ

উযূর শুরুতে পড়ার দু‘আ-২

সকল দু'আ একত্রে দেখুন

উযূর শুরুতে পড়ার দু‘আ-২

share dua

۞ بِسْمِ اللهِ وَالْحَمْدُ لِلّٰهِ

উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ।

অর্থঃ আল্লাহ তা‘আলার নামে শুরু করছি এবং প্রশংসা সবই কেবল তারই জন্যে।

উপকারিতাঃ

হাদীসে পাকে আছে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে উযূ করলে যতক্ষণ উযূ থাকবে, ফেরেশতাগণ তার নামে ততক্ষণ অনবরত সাওয়াব লিখতে থাকবে, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে।

উৎসঃ তাবারানী মুজামে সাগীর, হাদীস নং: ১৯৬


এ সম্পর্কিত আরও দু’আ...