উযূর শুরুতে পড়ার দু‘আ-২
۞ بِسْمِ اللهِ وَالْحَمْدُ لِلّٰهِ
উচ্চারণঃবিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ।
আল্লাহ তা‘আলার নামে শুরু করছি এবং প্রশংসা সবই কেবল তারই জন্যে।
হাদীসে পাকে আছে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে উযূ করলে যতক্ষণ ঐ উযূ থাকবে, ফেরেশতাগণ তার নামে ততক্ষণ অনবরত সাওয়াব লিখতে থাকবে, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে।
তাবারানী মুজামে সাগীর, হাদীস নং: ১৯৬
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে