ঘুম থেকে উঠে এই দু‘আ পড়বে-১

۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَ اِلَيْهِ النُّشُوْرُ
উচ্চারণঃ আলহামদু লিল্লা হিল্লাযী আহ ইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।
অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা‘আলার, যিনি আমাদের মৃত্যু দানের পর পুনরায় জীবন দান করেছেন এবং মৃত্যুর পর তাঁরই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে।
উপকারিতাঃ
হযরত হুযাইফা (রাযি) বলেন, রাসূলুল্লাহ যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন এই দু‘আ পড়তেন।
উৎসঃ সহীহ বুখারী, হাদীস নং: ৬৩১৪