দু'আ

রাতের বেলায় কুকুরের ডাক শুনলে পড়বে

সকল দু'আ একত্রে দেখুন

রাতের বেলায় কুকুরের ডাক শুনলে পড়বে

share dua

۞ أَعُوْذُ بِا للہِ অথবা أَعُوْذُ بِا للہِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণঃ আ’ঊযু বিল্লাহ অথবা আ’ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম।

অর্থঃ আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে।

উপকারিতাঃ

হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাযি) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে উক্ত দু‘আ বলবে। কেননা তারা (কুকুর গাধা) যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না।

উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫৯


এ সম্পর্কিত আরও দু’আ...