যে ব্যক্তি ঘুমে ভয় পায় সে এই দু‘আ পড়বে
আ‘ঊযু বিকালিমা তিল্লা হিত্তাম্মাতি মিন গযাবিহি ওয়া ‘ইক্বা বিহি ওয়া শাররি ‘ইবা দিহি ওয়া মিন হামাযাতিশ শায়া ত্বীনি ওয়া আনইয়াহ যুরূন।
আমি আল্লাহ তা‘আলার পূর্ণ বাক্যসমূহ দ্বারা তাঁর ক্রোধ, শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি এবং শয়তানের ওয়াসওয়াসা ও তার উপস্থিতি হতে পানাহ চাচ্ছি।
১. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাযি) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাদের ভীতিকর পরিস্থিতিতে এ বাক্যগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাযি) এ বাক্যগুলো তার বালেগ সন্তানদের শিখাতেন এবং নাবালেগদের জন্য লিখে তা তার গলায় ঝুলিয়ে দিতেন। ২. হযরত খালিদ ইবনে ওলীদ (রাযি) রাসূলুল্লাহ্ (ﷺ) কে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি ঘুমের মধ্যে ভয় পাই!! রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি এই দু‘আ পাঠ কর।
১. সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫২৮; সুনানে আবূ দাঊদ, হাদীস নং: ৩৮৯৩; মুসনাদে আহমাদ, হাদীস নং: ১৫৯৮০ ২. মুয়াত্তা মালিক, হাদীস নং: ১৭৭১
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে