ঘুম না এলে এই দু‘আ পড়বে-২

۞ لٓا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্ সামা-ওয়া-তি ওয়াল আরযি ওয়ামা বায়নাহুমাল আযীযুল গাফফা-র।
অর্থঃ আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই। যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।
উৎসঃ আমালুল ইয়াওম নাসায়ী, হাদীস নং: ৮৬৪, ইবনে হিব্বান, হাদীস নং: ৫৫৩০
উপকারিতাঃ
হযরত আয়িশা (রাযি) বলেন, নবীজী রাত্রে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দু‘আ পড়তেন।
উৎসঃ সুনানে কুবরা, হাদীস নং: ১০৮১০; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৫৫৩০