দু'আ

ঘুমানোর সময় পড়বে

সকল দু'আ একত্রে দেখুন

ঘুমানোর সময় পড়বে

share dua

۞ اَللّٰهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهٖ،

উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়ারাব্বাল আরদি ওয়ারাব্বাল আরশিল আজিমি, রাব্বানা ওয়ারাব্বা কুল্লি শাইয়িন, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওয়ামুনযিলাত তাওরাতি ওয়াল ইঞ্জিলি ওয়াল ফুরকানি, আউজুবিকা মিন শাররি কুল্লি শাইয়িন, আনতা আখিযুম বিনাসিয়াতিহী।

অর্থঃ হে আল্লাহ! হে সপ্ত আকাশের রব্ব, যমিনের রব্ব, মহান ‘আরশের রব্ব, আমাদের রব্ব ও প্রত্যেক বস্তুর রব্ব, হে শস্য-বীজ ও আঁটি বিদীর্ণকারী, হে তাওরাত, ইনজীল ও কুরআন নাযিলকারী, আমি প্রত্যেক এমন বস্তুর অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, যাকে আপনি নিয়ন্ত্রণ করছেন।

উপকারিতাঃ

১. সুহাঈল (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ সালিহ (রহ) আমাদিগকে নির্দেশ দিতেন, যখন আমাদের কেউ নিদ্রায় যায় সে যেন ডান কাত হয়ে শয্যা গ্রহণ করে। এরপর সে উপরোক্ত দু‘আ পাঠ করবে। ২. হযরত আবূ হুরায়রা (রাযি) নবী কারীম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী শয়নের উদ্দেশ্যে যখন বিছানায় যেতেন, তখন তিনি উপরোক্ত দু‘আটি পাঠ করতেন।

উৎসঃ ১. সহীহ মুসলিম, হাদীস নং: ৬৬৪১ ২. সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫০৫১


এ সম্পর্কিত আরও দু’আ...