ঘুমানোর পূর্বে পড়ার দু‘আ-১
۞ اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيَا
উচ্চারণঃআল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়।
হে আল্লাহ! আমি আপনারই নামে মৃত্যুবরণ করব, আপনার নামের সাথেই জীবিত থাকব।
সহীহ বুখারী, হাদীস নং: ৬৩১৪
হযরত হুযাইফা (রাযি) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রাত্রে আপন বিছানায় শয়ন করতেন তখন নিজের হাত গালের নিচে রাখতেন এবং এই দু‘আ পড়তেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে