বিছানায় শুয়ে পড়বে-৪

বিছানায় শুয়ে সুবহা-নাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার।
উপকারিতাঃ
হযরত আলী (রাযি) হতে বর্ণিত যে, ফাতিমা (রাযি) যাঁতা চালানোর কষ্ট সম্পর্কে একদা অভিযোগ প্রকাশ করলেন। এরপর নবী (ﷺ)-এর নিকট কিছু সংখ্যক যুদ্ধবন্দী আসল। ফাতিমাহ (রাযি) নবী (ﷺ)-এর নিকট গেলেন। তিনি বললেন, তোমরা যা চেয়েছিলে আমি কি তার চেয়েও উত্তম জিনিস শিক্ষা দিব না? তোমরা যখন ঘুমানোর উদ্দেশে বিছানায় যাবে তখন চৌত্রিশ বার ‘‘আল্লাহু আকবার’’ তেত্রিশবার ‘‘সুবহানাল্লাহ’’ তেত্রিশবার ‘‘আল হামদুলিল্লাহ’’ পড়ে নিবে। এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম। বি:দ্র: মুসলিম সমাজে ইহা তাসবীহে ফাতেমী নামে অধিক পরিচিত। এসব ছোট অথচ অতি গুরুত্বপূর্ণ আমল আমাদের কখনোই ছেড়ে দেয়া উচিত নয়।
উৎসঃ সহীহ বুখারী, হাদীস নং: ৩৭০৫; সহীহ মুসলিম, হাদীস নং: ২৭২৭