বিছানায় শুয়ে পড়বে-৩
۞ اَللّٰهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
উচ্চারণঃআল্লাহুম্মা ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব‘আছু ‘ইবা-দাকা
হে আল্লাহ! আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন, যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনর্জীবিত করবেন।
নবী (ﷺ) বিছানায় শুয়ে ডান হাত গালের নীচে রেখে উপরোক্ত দু‘আ তিনবার পড়তেন।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫০৪৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে