দুধ পান করার সময় পড়বে

۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক-লানা ফীহি ওয়াযিদনা মিনহ্।
অর্থঃ হে আল্লাহ! আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণে দান করুন।
উপকারিতাঃ
রাসূলুল্লাহ বলেছেন, যাকে আল্লাহ তা‘আলা দুধ পান করান সে যেন দু‘আটি পড়ে।
উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫৫