ঈমান আনয়নের দু‘আ, কালিমায়ে তাইয়্যিবাহ পাঠ করা

۞ لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থঃ আল্লাহ্ ব্যতীত ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নেই। হযরত মুহাম্মাদ (ﷺ) আল্লাহ্র প্রেরিত রাসূল।
উৎসঃ কানযুল উম্মাল, হাদীস নং: ১৭৪
উপকারিতাঃ
হযরত মুআয ইবনে জাবাল (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে কোন বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল’ তার জন্য আল্লাহ তা‘আলা জাহান্নাম হারাম করে দেবেন।
উৎসঃ সহীহ বুখারী, হাদীস নং: ১২৮ উল্লেখ্য, দু‘আটি মুমূর্ষু ব্যক্তিকে তালকীন (পড়ে শোনানো) করার জন্যও পড়া হয়।