মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৪৪৩৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) নিজের গোঁফ কাটিতেন অথবা বলিয়াছেন, উহা ছাঁটিতেন। আল্লাহর বন্ধু হযরত ইবরাহীম (আঃ)-ও এইরূপ করিতেন। —তিরমিযী
كتاب اللباس
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُصُّ أَوْ يَأْخُذُ مِنْ شَارِبِهِ وَكَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ صَلَوَاتُ الرَّحْمَنِ عَلَيْهِ يَفْعَله. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৩৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩৮। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি স্বীয় গোঁফ ছাঁটে না, সে আমাদের মধ্যে নহে। —আহমদ, তিরমিযী ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يَأْخُذ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ
হাদীস নং: ৪৪৩৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩৯। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, নবী (ﷺ) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হইতে ছাটিয়া লইতেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب اللباس
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْخُذُ مِنْ لِحْيَتِهِ مِنْ عَرْضِهَا وَطُولِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীস নং: ৪৪৪০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪০। হযরত ইয়া'লা ইবনে মুররাহ্ (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) তাহার (শরীরে অথবা কাপড়ের) উপরে খালুক (জাফরান দ্বারা তৈয়ারী) সুগন্ধি দেখিতে পাইলেন। তখন বলিলেনঃ তোমার কি স্ত্রী আছে? সে বলিল, না। তখন তিনি বলিলেন, উহা ধুইয়া ফেল, আবারো ধুইয়া ফেল, আবারো ধুইয়া ফেল। অতঃপর আর কখনও উহা ব্যবহার করিও না। – তিরমিযী ও নাসায়ী
كتاب اللباس
وَعَن يعلى بن

مرّة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَيْهِ خَلُوقًا فَقَالَ: «أَلَكَ امْرَأَةٌ؟» قَالَ: لَا قَالَ: «فَاغْسِلْهُ ثُمَّ اغْسِلْهُ ثُمَّ اغْسِلْهُ ثُمَّ لَا تعد» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
হাদীস নং: ৪৪৪১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪১। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই (পুরুষের) গায়ে খালুক রংয়ের সামান্য পরিমাণও লাগিয়া আছে, আল্লাহ্ তা'আলা এমন ব্যক্তির নামায কবুল করেন না। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ رَجُلٍ فِي جَسَدِهِ شَيْءٌ مِنْ خَلُوقٍ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪২। হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি কোন এক সফর হইতে নিজ পরিবারের মধ্যে ফিরিয়া আসিলাম। সফরকালে (ঠাণ্ডা কিংবা গরমে) আমার উভয় হাত ফাটিয়া গিয়াছিল। সুতরাং আমার পরিবারের লোকেরা তথায় জাফরান মিশ্রিত খালুক (সুগন্ধি) লাগাইয়া দিয়াছিল। ভোর বেলায় আমি নবী (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইয়া তাঁহাকে সালাম করিলাম, কিন্তু তিনি আমার সালামের জওয়াব দিলেন না এবং বলিলেনঃ যাও। তোমা হইতে উহা ধুইয়া ফেল। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: قَدِمْتُ عَلَى أَهْلِي مِنْ سَفَرٍ وَقَدْ تَشَقَّقَتْ يَدَايَ فَخَلَّقُونِي بِزَعْفَرَانٍ فَغَدَوْتُ عَلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ وَقَالَ: «اذْهَبْ فَاغْسِلْ هَذَا عَنْكَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীস নং: ৪৪৪৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ পুরুষদের সুগন্ধি হইল, যাহার গন্ধ বিচ্ছুরিত হয় আর রং না ভাসে। আর মহিলাদের সুগন্ধি হইল, যাহার রং উজ্জ্বল এবং গন্ধ বিচ্ছুরিত হয় না। — তিরমিযী ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক প্রকারের বিশেষ সুগন্ধি ছিল, তিনি উহা হইতে খো ব্যবহার করিতেন। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن أنس قَالَ: كَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীস নং: ৪৪৪৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৫। উক্ত হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাথায় খুব বেশী তৈল ব্যবহার করিতেন এবং দাড়ি আড়াইতেন। আর প্রায়শ মাথায় একখানা কাপড় রাখিতেন। দেখিতে উহা প্রায় তেলীদের কাপড়ের ন্যায় মনে হইত। —শরহে সুন্নাহ্
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يُكثر دهن رَأسه وتسريحَ لحيته وَيُكْثِرُ الْقِنَاعَ كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ. رَوَاهُ فِي شرح السّنة
হাদীস নং: ৪৪৪৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৬। হযরত উম্মে হানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, (মক্কা বিজয়ের দিন) একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে আসিলেন, এই সময় তাঁহার মাথায় চুলের চারিটি জুলফি ছিল। —আহমদ, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب اللباس
وَعَن أم هَانِئ قَالَتْ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا بِمَكَّةَ قَدْمَةً وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথায় সিঁথি কাটিতাম, তখন আমি তাঁহার মাথার মধ্যস্থল হইতে সিঁথি কাটিতাম এবং মাথার সম্মুখের চুল উভয় চক্ষুর মাঝামাঝি স্থান বরাবর হইতে (উভয় পার্শ্বে) ছাড়িয়া দিতাম। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن عَائِشَة قَالَتْ: إِذَا فَرَقْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ صَدَّعْتُ فَرْقَهُ عَنْ يَافُوخِهِ وَأَرْسَلْتُ نَاصِيَتَهُ بَيْنَ عَيْنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীস নং: ৪৪৪৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (প্রত্যহ) মাথা আচড়াইতে নিষেধ করিয়াছেন। তবে একদিন পর একদিন (আঁচড়ানোর অনুমতি দিয়াছেন)। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَن عبد الله بن مغفَّل قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীস নং: ৪৪৪৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুরায়দা (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি ফাযালা ইবনে উবায়দ (রাঃ)-কে বলিল; ব্যাপার কি ? আমি আপনাকে এই রকম এলোমেলো চুলে দেখিতেছি কেন ? উত্তরে ফাযালা বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে অত্যধিক বিলাসী হইতে নিষেধ করিতেন। ঐ লোকটি আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা! কি ব্যাপার? আমি আপনার পায়ে জুতা দেখিতেছি না কেন? জবাবে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে কখনো কখনো খালি পায়ে চলিতে আদেশ করিতেন। – আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَجُلٌ لِفَضَالَةَ بْنِ عُبَيْدٍ: مَا لِي أَرَاكَ شَعِثًا؟ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرفاه قَالَ: مَالِي لَا أَرَى عَلَيْكَ حِذَاءً؟ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نحتفي أَحْيَانًا. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৪৫০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তির (বাবরী) চুল আছে, সে যেন উহাকে সযত্নে রাখে । –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ لَهُ شعرٌ فليُكرمه» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৪৫১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫১। হযরত আবু যার গেফারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন ; রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বার্ধক্যকে পরিবর্তন করার জন্য সবচাইতে উত্তম বস্তু হইল মেন্ধী ও কতম (ঘাস)। – তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীস নং: ৪৪৫২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলিয়াছেনঃ শেষ যমানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হইবে, যাহারা কবুতরের বক্ষের ন্যায় এই কালো খেযাব ব্যবহার করিবে, ফলে তাহারা বেহেশতের ঘ্রাণ পর্যন্তও পাইবে না। – আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَكُونُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَجِدُونَ رَائِحَةَ الْجَنَّةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
হাদীস নং: ৪৪৫৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) সিবতি চামড়ার তৈয়ারী জুতা পরিধান করিতেন এবং ওয়ারস্ ঘাস ও জা'ফরান দ্বারা নিজের দাড়িকে হলুদ রং্গে রঞ্জিত করিতেন। হযরত ইবনে ওমর (রাঃ)-ও অনুরূপ করিতেন। —নাসায়ী
كتاب اللباس
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَيَصْفِرُّ لِحْيَتَهُ بِالْوَرْسِ وَالزَّعْفَرَانِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِك. رَوَاهُ النَّسَائِيّ
হাদীস নং: ৪৪৫৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ)-এর নিকট দিয়া এমন এক ব্যক্তি অতিক্রম করিল, যে মেন্ধীর দ্বারা খেযাব লাগাইয়াছিল, তাহাকে দেখিয়া নবী (ﷺ) বলিলেনঃ ইহা কতই না চমৎকার। বর্ণনাকারী বলেন, তারপর আরেক ব্যক্তি অতিক্রম করিল সে মেন্ধী ও কতম ঘাস উভয়টি দ্বারা খেযাব করিয়াছিল। নবী (ﷺ) তাহাকে দেখিয়া বলিলেন, ইহা উহা (প্রথমটি) হইতে উত্তম। অতঃপর আরেক ব্যক্তি অতিক্রম করিল, যে হলুদ রং দ্বারা খেযাব লাগাইয়াছিল। নবী (ﷺ) তাহাকে দেখিয়া বলিলেন, ইহা সর্বাপেক্ষা উত্তম। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ فَقَالَ: «مَا أَحْسَنَ هَذَا» . قَالَ: فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ فَقَالَ: «هَذَا أَحْسَنُ مِنْ هَذَا» ثُمَّ مَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالصُّفْرَةِ فَقَالَ: «هَذَا أَحْسَنُ مِنْ هَذَا كُله» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৫৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা ( খেযাব দ্বারা) বার্ধক্যকে পরিবর্তন করিয়া দাও এবং ইয়াহুদীদের সাদৃশ্য গ্রহণ করিও না। (অর্থাৎ, তাহারা দাড়ি চুলে খেযাব লাগায় না। ) – তিরমিযী।
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا الشَّيْبَ وَلَا تشبَّهوا باليهودِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৫৬
আন্তর্জাতিক নং: ৪৪৫৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৬। আর নাসায়ী ইবনে ওমর ও যুবায়র হইতে বর্ণনা করিয়াছেন।
كتاب اللباس
وَرَوَاهُ النَّسَائِيّ عَن ابْن عمر وَالزُّبَيْر
tahqiq

তাহকীক: