মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৪২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪২। হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি কোন এক সফর হইতে নিজ পরিবারের মধ্যে ফিরিয়া আসিলাম। সফরকালে (ঠাণ্ডা কিংবা গরমে) আমার উভয় হাত ফাটিয়া গিয়াছিল। সুতরাং আমার পরিবারের লোকেরা তথায় জাফরান মিশ্রিত খালুক (সুগন্ধি) লাগাইয়া দিয়াছিল। ভোর বেলায় আমি নবী (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইয়া তাঁহাকে সালাম করিলাম, কিন্তু তিনি আমার সালামের জওয়াব দিলেন না এবং বলিলেনঃ যাও। তোমা হইতে উহা ধুইয়া ফেল। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: قَدِمْتُ عَلَى أَهْلِي مِنْ سَفَرٍ وَقَدْ تَشَقَّقَتْ يَدَايَ فَخَلَّقُونِي بِزَعْفَرَانٍ فَغَدَوْتُ عَلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ وَقَالَ: «اذْهَبْ فَاغْسِلْ هَذَا عَنْكَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

একান্ত মজবুরী অবস্থায় খালুক দ্বারা চিকিৎসা গ্রহণ করা জায়েয আছে। তবে নবী (ﷺ) সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাহার সালামের জওয়াব দেন নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান