মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৪৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক প্রকারের বিশেষ সুগন্ধি ছিল, তিনি উহা হইতে খো ব্যবহার করিতেন। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن أنس قَالَ: كَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

কয়েক প্রকারের জিনিসকে একত্র করিয়া যে সুগন্ধি প্রস্তুত করা হয়, উহাকে সুক্কাতুন বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান